পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নাট্য-কবিতা

কর্ণ


পঞ্চপুত্রে ধন্য তুমি, তুমি ভাগ্যবতী,
আমি কুলশীলহীন, ক্ষুদ্র নরপতি,
মােরে কোথা দিবে স্থান?

কুন্তী


    সর্ব্ব উচ্চভাগে,
তােমারে বসাব মাের সর্ব্বপুত্র আগে
জ্যেষ্ঠ পুত্র তুমি।

কর্ণ


    কোন্ অধিকার-মদে
প্রবেশ করিব সেথা? সাম্রাজ্য-সম্পদে
বঞ্চিত হয়েছে যারা, মাতৃস্নেহধনে
তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে
কহ মােরে? দ্যূতপণে না হয় বিক্রয়,
বাহুবলে নাহি হারে মাতার হৃদয়-
সে যে বিধাতার দান!

কুন্তী


    পুত্র মাের, ওরে,
বিধাতার অধিকার ল’য়ে এই ক্রোড়ে

২২৪