পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নাট্য-কবিতা

ক্ষীরাে


আমি দেখ বাছা নাম-করাকরি,
যেখানে সেখানে টাকা-ছড়াছড়ি,
জড় করে’ দল ইতর লােকের
জাঁকজমকের লােক-চমকের
যত রকমের ভণ্ডামি আছে
ঘেঁসিনে কখনাে ভুলে তা'র কাছে।

প্রথমা


রাণীর বুদ্ধি যেমন সারালাে,
তেমনি ক্ষুরের মতন ধারালাে।

দ্বিতীয়া


অনেক মূর্খে করে দান ধ্যান,
কার আছে হেন কাণ্ডজ্ঞান।

তৃতীয়া


রাণীর চক্ষে ধূলাে দিয়ে যাবে
হেন লােক হেন ধূলাে কোথা পাবে?

ক্ষীরো


থাম্ থাম্ তােরা রেখে দে বকুনি
লজ্জা করে যে নিজগুণ শুনি।
মালতী!

৩০৪