পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/৩১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নাট্য-কবিতা

বিনি


   ভালােই আছি মা,
ম্লান কেন দেখি সােনার প্রতিমা?

ক্ষীরাে


বিনি করিসনে মিছে গােলযােগ,
ঘুচল না তাের কথা-কওয়া রােগ?

কল্যাণী


রাণী, যদি কিছু না কর মনে,
কথা আছে কিছু কব গােপনে।

ক্ষীরাে


আর কোথা যাব, গােপন এই ত,
তুমি আমি ছাড়া কেহই নেই ত।
এরা সব দাসী, কাজ নেই কিছু,
রাণীর সঙ্গে ফেরে পিছু পিছু।
হেথা হ’তে যদি করে দিই দূর
হবে না ত সেটা ঠিক দস্তুর।
কি বল মালতী?

মালতী


   আজ্ঞে তাইত।
দস্তুর মত চলাই চাই ত।

২৯৬