পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নাট্য-কবিতা

ক্ষীরাে


যদি নাই পাও তবু যেতে হবে,
কুর্ণিস করে' চলে' যাও তবে।

মতি


ঘড়া ঘড়া টাকা ঘরে গড়াগড়ি
তবু কড়াকড় দিতে কড়াকড়ি।

ক্ষীরাে


ঘরের জিনিস ঘরেরি ঘড়ায়
চিরদিন যেন ঘরেই গড়ায়।
মালতী!

মালতী


  আজ্ঞে!

ক্ষীরাে


    এবার মাগীরে
কুর্ণিস করে' নিয়ে যাও ফিরে।

মতি


চল্লেম তবে।

মালতী


  রোস, ফিরােনাকো,
তিনবার মাটি তুলে নাকে মাখাে।

২৭৬