পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা আমরা আমরা মোদের যে অন্য রাজা গুলো তা’র ত উৎসবটাকে দলে মলে’ ছারখার করে দিলে—তাদের তাতিঘোড়া লোকলস্করের তাড়ায় দক্ষিণ হাওয়ার দক্ষিণ্য তার রইল না, বসন্তর যেন দম আটকাবার জো হয়েচে । কিন্তু আমাদের রাজা নিজে জয়গা জোড়ে না, সবাইকে জায়গা ছেড়ে দেয় । কবিকেশরীর সেই গানটী ত জানিস ? গ{ল সবাই রাজ। আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি স্বত্বে । আমরা সবাই রাজ। আমরা যা খুসি তাই করি তবু র্তার খুসিতেই চবি, নহ বাধা নষ্ট দাসের রাজার রাসেব দাসত্বে নইলে মোদের রাজাব সনে মিলব কি স্বত্বে ! চামরা সবাই বাজ। রাজা সবাবে দেন মান সে মান আপনি ফিরে পান, খাটো করে’ রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি স্বত্বে । ( আমরা সবাই রাজা