পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা সমস্ত দিনই ত খাটুচি, আজ পর্য্যন্ত দুটো পয়সা পুরস্কার মিলল না। তৃতীয় । তবে ? ঠাকুর্দ। তবে কি রে ? তাই নিয়েই ত আমার অহঙ্কার । বন্ধুকে কি কেউ কোনো দিন পুরস্কার দেয় ? তা যা ভাই, আনন্দ করে’ বলে’ বেড়াগে রাজা নেই। আজ আমাদের নানা স্তরের উৎসব—সব স্তরই ঠিক এক তানে মিলবে । গান বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে ? দেগিস্নে কি শুকনো পাতা ঝরাফুলের খেলা রে! যে ঢেউ উঠে তারি সুরে বাজে কি গান সাগর জুড়ে ? যে ঢেউ পড়ে তাহারে মুর জাগ,চে সারা বেলা রে । বসন্তে আজ দেখরে তোরা ঝরা ফুলের খেলা রে । আমার প্রভুর পায়ের তলে শুধুই কি রে মাণিক জলে ? চরণে র্তার লুটিয়ে কাদে লক্ষ মাটির ঢেল রে । আমার গুরুর আসন কাছে সুবোধ ছেলে ক’জন আছে, অবোধ জনে কোল দিয়েছেন তাই আমি তার চেলা রে । উৎসবরাজ দেখেন চেয়ে ঝরা ফুলের খেলা রে । (2や