পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অচলায়তন দ্বিতীয় শোণপাংশু । কেন ? ওটা কি তোমরা খাও না ? পঞ্চক। খাই বই কি, খুব আদর করে খাই—কিন্তু ওটা যারা চাষ করে তাদের ছায়া মাড়াই নে । দ্বিতীয় শোণপাংশু । কেন ? পঞ্চক। ফের কেন ! তোরা যে এত বড় নিরেট মূর্থ তা জানতুম না । আমাদের পিতামহ বিক্ষন্তী কাকুড়ের মধ্যে জন্ম গ্রহণ করেছিলেন সে খবর রাখিসনে বুঝি ? দ্বিতীয় শোণপাংশু । কাকুড়ের মধ্যে কেন ? পঞ্চক । আবার কেন ? তোর যে ঐ এক কেনর জ্বালায় আমাকে অতিষ্ঠ করে তুল্লি । তৃতীয় শোণপাংশু । আর, খেসারির ডাল ? পঞ্চক। একবার কোন যুগে একটা খেসারিডালের গুড়ো উপবাসের দিন কোন এক মস্ত বুড়োর ঠিক গোফের উপর উড়ে পড়েছিল ; ত'তে তার উপবাসের ফল থেকে ষষ্টিসহস্ৰ ভাগের এক ভাগ কম পড়ে গিয়ে ছিল ; তাই তখনি সেইখানে দাড়িয়ে উঠে তিনি জগতের সমস্ত খেসারিডালের ক্ষেতের উপর অভিশাপ দিয়ে গেচেন । এত বড় তেজ ! তোর হ’লে কি করতিস বল দেখি ! প্রথম শোণপাংশু । আমাদের কথা বল কেন : উপবাসের দিনে খেসারিডাল যদি গোফের উপর পর্য্যন্ত এগিয়ে আসে তাহ’লে তাকে আর একটু এগিয়ে নিই। O >brb"