পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৬৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফাল্গুনী সেই ধূলোর ভিতর থেকে আমরা ত তোমাকে চিনতে পারিনি । তখন তোমাকে হঠাৎ বুড়ো বলে মনে হ’ল । তা’র পর গুহার মধ্যে থেকে বেরিয়ে এলে । এখন মনে হচ্চে যেন তুমি বালক । যেন তোমাকে এই প্রথম দেখলুম ! চন্দ্রহাস । এ ত বড় আশ্চৰ্য্য ! তুমি বারে বারেই প্রথম, তুমি ফিরে ফিরেই প্রথম ! ভাই চন্দ্রহাস, তোমারই হার হ’ল । বুড়োকে ধরতে পারলে না । চন্দ্রহাস । আর দেরি না—এবার উৎসব স্বর হোক। সূৰ্য্য উঠেচে । ভাই বাউল, তুমি যদি আমন চুপ করে থাক তাহ’লে মুচ্ছিত হ’য়ে পড়বে। একটা গান ধর । বাউলের গান তোমায় নতুন করেই পাব বলে’ হারাই ক্ষণে ক্ষণ— ও মোর ভালবাসার ধন । দেখা দেবে বলে তুমি হও যে আদর্শন ও মোর ভালবাসার ধন । 8(كان\