পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নাট্য-কবিতা

ক্ষীরাে


   সেটা বুঝেছি ধরণে।

দ্বিতীয়া


(বধূর প্রতি) প্রণাম করিবে এস ইদিকে
এই যে তােমার রাণী দিদিকে।

কল্যাণী


এস কাছে এস, লজ্জা কাদের?
(আংটি পরাইয়া) আহা মুখখানি দিব্যি ছাদের
চেয়ে দেখ, ক্ষীরি!

ক্ষীরাে


    মুখটি ত বেশ,
তা চেয়ে তােমার আংটি সরেশ।

দ্বিতীয়া


শুধু রূপ নিয়ে কি হবে অঙ্গে
সােনা দানা কিছু আনেনি সঙ্গে।

ক্ষীরাে


যাহা এনেছিল সবি সিন্দুকে
রেখেছ যতনে, বলে নিন্দুকে।

কল্যাণী


এস ঘরে এস।

২৪২