পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অচলায়তন দাদাঠাকুর । স্থবিরপত্তনে । দ্বিতীয় শে{ণপ{ং শু। এখনি ? দাদাঠাকুর । হা এখনি । সকলে । ওরে চলরে চল ! দাদাঠাকুর । আমাদের রাজার তাদেশ আছে ওদের পাপ যখন প্রচারের আকার ধরে’ আকাশের জ্যোতি আচ্ছন্ন করতে উঠবে তখন সেই প্রাচীর ধুলোয় লুটিয়ে দিতে হবে । প্রথম শোণপাংশু । দেব ধুলোয় লুটিয়ে । সকলে । দেশ লুটিয়ে । দাদাঠাকুর । ওদের সেই ভাঙা প্রাচীরের উপর দিয়ে রাজপথ তৈরি করে, ,দব । ஆ সকলে । স্ট্র রাজপথ তৈরি করে* ,দব । দাদাঠাকুর । আমাদের বাজার বিজয়রথ তা'র উপর দিয়ে চলবে । সকলে চলবে, চলবে । পঞ্চক । দাদাঠাকুর, এ কি বাপরি ? দাদাঠাকুর । এই আমাদের বনভোজন । প্রথম শোণপাংশু । চল, পঞ্চক, তুমি চল । দাদাঠাকুর । না, ন, পঞ্চক না । যাও ভাই তোমার অচলায়তনে ফিরে যাও । যখন সময় হবে দেখা হবে ।