পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/৩৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সামান্য ক্ষতি

অকালে পশিলা রাণীর আগার,—
কহিলা, “মহিষ, একি ব্যবহার?
গৃহ জ্বালাইলে অভাগা প্রজার
 বল কোন্ রাজধরমে?”


রুষিয়া কহিলা রাজার মহিলা,
 “গৃহ কহ তা’রে কি বােধে?
গেছে গুটিকত জীর্ণ কুটীর
কতটুকু ক্ষতি হয়েছে প্রাণীর?
কত ধন যায় রাজমহিষীর
 এক প্রহরের প্রমােদে।”


কহিলেন রাজা উদ্যতরােষ
 রুধিয়া দীপ্ত হৃদয়ে,—
“যতদিন তুমি আছ রাজরাণী
দীনের কুটীরে দীনের কি হানি
বুঝিতে নারিবে জানি তাহা জানি-
 বুঝব তােমারে নিদয়ে!”


রাজার আদেশে কিঙ্করী আসি
 ভূষণ ফেলিল খুলিয়া।

৩৭১