পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ( সৈনিকের প্রবেশ ) সৈনিক । মহারাজ, কোশলরাজ, তাবন্তীরাজ ও কলিঙ্গের রাজা সসৈন্যে আসচেন সংবাদ পেলুম । ( প্রস্থান ) কাঞ্চী । যা ভয় করছিলুম তাই হ’ল ! সুদর্শনার পলায়ন সংবাদ রটে গিয়েছে—এখন সকলে মিলে কড়াকড়ি করে’ সকলকেই লর্থ হ’তে হবে । স্তবর্ণ। কাজ মই মহারাজ ! এ সমস্ত ভালো লক্ষণ নয় । আমি নিশ্চয় বলচি আমাদের রাজাই এই গোপন সংবাদটা রটিয়ে দিয়েছেন । কাঞ্চা । কেন ? ত’তে তার লাভ কি ? স্তবর্ণ। লোভার পরস্পর কাটাকাটি ছে ডচিড়ি করে মরবে——মঝের থেকে মার ধন তিনিই নিয়ে যাবেন । কাঞ্চী । এখন বেশ বুঝচি কেন তোমাদের রাজা দেখা দেন না ! ভয়ে তাকে সদবত্রই দেখা যাবে এই তার কৌশল । কিন্তু এখনে আমি বলচি তোমাদের রাজ আগাগোড়াই ফাকি । স্তবর্ণ। কিন্তু মহারাজ আমাকে ছেড়ে দিন । কাঞ্চা । তোমাকে ছাড়তে পারচেনে—তোমাকে এই কাজে আমার বিশেষ প্রয়োজন । > o R