পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অচলায়তন আচাৰ্য্য। ই বাবা, তোদের তোলা জলে আজ আমার অভিষেক হবে । দ্বিতীয় দৰ্ভক ওরে চল তবে ভাই চল । আমাদের পাটল নদী থেকে জল আনিগে । ( প্রস্তান ) আচার্য্য। দেখ পঞ্চক, কাল এখানে এসে আমার ভারি গ্লানি বোধ হচ্ছিল । পঞ্চক । আমি কাল রাত্রে ঘরের লক্টরে শ;য়েই কাটিয়ে দিয়েচি । আচাৰ্য্য । যখন এই রকম অত্যন্ত কুষ্ঠিত হ’য়ে আপনাকে でラ অদ্যোপী স্তু পাপলিপ্ত মনে করে’ বসে’ তা{{চ এমন সময় ওর সন্ধা। বেলায় ওদের কাজ থেকে ফিরে এসে সকলে মিলে গান ধরলে-- পারের কাণ্ডারী গো, এবার ঘাট কি দেখা যায় ? নামবে কি সব বোঝা এবার ঘুচবে কি সব দায় ? শুনতে শুনতে মনে হ’ল আমার যেন একটা পাথরের দেহ গলে’ গেল । দিনের পর দিন কি ভার লয়েই বেড়িয়েচি ! কিন্তু কতই সহজ—সরল প্রাণ নিয়ে সেই পারের ক{গুরীর খেয়ায় চড়ে লস ! পঞ্চক । আমি দেখচি দৰ্ভক জাতের একটা গুণ—ওরা একেবারে স্পষ্ট করে’ নাম নিতে জানে। আর তট তট তোতয় তেতিয় করতে করতে আমার জিবের

  • ్చరిశి