পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৪৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○(2 কোন বারতা পাঠালে মোর পরাণে আজি তোমার অরুণ আলোয় কে জানে ? বাণী তোমার ধরে না মোর গগনে, পাতায় পাতায় কাপে হৃদয়-কাননে, বাণী তোমার ফোটে লতা-বিতানে । তোমার বাণী বাতাসে স্থর লাগালে, নদীতে মোর ঢেউয়ের মাতন জাগালো । তরী আমার আজ প্রভাতের আলোকে এই বাতাসে পাল তুলে দিক পুলকে, তোমার পানে যাক সে ভেসে উজানে ॥ ২৮ ভাদ্র সুরুল