পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৭৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○。 আজি এই দিনের শেষে সন্ধ্যা যে ঐ মাণিকখানি পরেছিল চিকণ কালো কেশে গেথে নিলেম তীরে এই ত আমার বিনিসূতার গোপন গলার হারে । চক্রবাকের নিদ্রানীরব বিজন পদ্মাতীরে এই যে সন্ধা ছুইয়ে গেল আমার নভশিরে নিৰ্ম্মালা তোমার আকাশ হ'য়ে পার : ঐযে মরি মরি তরঙ্গহীন স্রোতের পরে ভাসিয়ে দিল তারার ছায়াতরী ; ঐ যে সে তা'র সোনার চেলি দিল মেলি’ রাতের জাঙিনায় ঘুমে অলস কায় ; ঐ যে শেষে সপ্তঋষির ছায়াপথে কালো ঘোড়ার রথে উড়িয়ে দিয়ে আগুন-ধূলি নিল সে বিদায় ; ৭২৫