পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৩৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গীতি-মাল্য (? R তোমায় তা মায় মিলন হবে বলে’ আলোয় আকাশ ভব। তোমায় আমায় মিলন হবে বলে’ ফুল্লশ্যামল ধর । তোমায় আমায় মিলন হলে বলে’ রাত্রি জাগে জগৎ ল’য়ে কোলে, উষা এসে পুরব দ্রুয়ার খোলে কলকণ্ঠস্বর : চলচে ভেসে মিলন-আশী-তর অনাদিস্ৰোত বেযে । কত কালের কুহুম উঠে ভfর লরণ ডালি ছেয়ে । তোমায় অfমায় মিলন হলে ললে’ যুগে যুগে বিশ্বভুবনতলে পরাণ আমার বধর বেশে চলে চিরস্বয়ম্বর। : ১৫ই পৌষ, ১৩২ •