পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গীতি-মাল্য S., ওগো শেফালি বনের মনের কামনা ! কেন হুদুর গগনে গগনে আছে মিলায়ে পবনে পবনে ? কেন কিরণে কিরণে ঝলিয়। যা ও শিশিরে শিশিরে গলিয় ? কেন চপল আলোতে চায়াতে তাছ লুকায়ে আপন মায়াতে ? তুমি মৃবতি ধবিয়া চকিতে নাম ন । ওগো শেফালি বনের মনের কামনা ৷ আজি মাঠে মাঠে চল বিতরি’ তৃণ উঠক শিহরি' শিঙ্গরি”, নামে তালপল্লব-বীজনে নামে জলে ছায়াছবি সজনে ; এসো সৌরভ ভরি আঁচলে তাখি আঁকিয়া স্তনীল কাজলে । মম চোখের সমুখে ক্ষণেক থাম না । ওগো শেফালি বনের মনের কামনা ।