পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৪৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8\ඵ তুঃখ যদি না পাবে ত ঃখ তোমার ঘুছবে কবে ? বিষকে বিষের দাহ দিয়ে দহন করে? মারতে হবে । জুলতে দে তোর আগুনটারে, ভয় কিছু না করিস তা’রে, ছাই হ’য়ে সে নিভবে যখন জুলবে না আর কভু তবে । এড়িয়ে তারে পালাস না রে ধরা দিতে হোস না কাতর । দীর্ঘ পথে ছুটে কেবল দীর্ঘ করিস দুঃখটা তোর । মরতে মরতে মরণটারে শেষ করে দে একেবারে, তা’র পরে সেই জীবন এসে আপন আসন আপনি লবে । 8NX9