পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉○ বন্দী কান্তকুজরাজ, অন্যান্য রাজগণ ও সুবর্ণ কাঞ্চী । রাজগণ, রণক্ষেত্রের কাজ শেষ হ’ল ! কলিঙ্গ। কই শেষ হ’ল ? পারত্বের পুরস্কারটি গ্রহণ করবার পূপেন আরেকবার ত বীরত্বের পরিচয় দিতে হবে । কাঞ্চী । মহারাজ, এখানে ত অমর জয়-মালা নিতে অসি নি, বরমালা নিতে এসেছি । বিদৰ্ভ | সেই মালা কি জয়-লক্ষার হাত থেকে নিতে হবে Fil ? কাঞ্চ না মহাবাজ, পুপধনুর অন্তঃপুরেই সে মালা গাথ হচ্চে । রক্ত-ম{খা কতে সেটা ছিন্ন করতে গেলে ফল ধূলায় লুটিয়ে পড়বে। কলিঙ্গ। কিন্তু মঙ্গরাজ, পঞ্চশর আমাদের সাতজনের দাবী মেটারেন কি করে’ ? কাঞ্চী । তা যদি বলেন, সাতজনের দাবী ত রণচণ্ডীও মেটাতে পারেন না । কোশল । কাঞ্চীরজ, তোমার প্রস্তাবটি কি পরিস্কার করেই বল ।