পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৪৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুরুল এই যে আলোর আকুলত৷ আমারি এ আপন কথা, উদাস হ’য়ে প্রাণে আমার আবার ফিরে আসে। বাইরে তুমি নানা বেশে ফের নানান ছলে ; জানিনে ত আমার মালা দিয়েচি কার গলে । আজ কি দেখি পরাণ-মাঝে, তোমার গলায় সব মালা যে, সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্ববনাশে । সেই কথা আজ প্রকাশ হ’ল অনন্ত আকাশে। 88 o