পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

”جیے কন্ম ভূত্যের না পাই দেখা প্রাতে । দুয়ার রয়েছে খোলা, স্বানজল নাই তোলা মূখাধম আসে নাই রাতে । মোর ধৌত বস্ত্রখানি কোথা আছে নাহি জানি, কোথা আহারের আয়োজন, বাজিয়া যেতেছে ঘড়ি, বসে’ অাছি রাগ করি’ দেখা পেলে করিব শাসন । বেলা হ’লে অবশেষে প্রণাম করিল এসে দাড়াইল করি করযোড়, আমি তা’রে রোষভরে কহিলাম “দূর হ’ রে দেখিতে চাহিনে মুখ তোর ” শুনিয়া মূঢ়ের মত ক্ষণকাল বাক্যহত মুখে মোর রহিল সে চেয়ে, কহিল গদগদম্বরে— “কালি রাত্রি দ্বিপ্রহরে মারা গেছে মোর ছোট মেয়ে ।” এত কহি ত্বরা করি* গামোছাটি কাধে ধরি’ নিত্য কাজে গেল সে একাকী । প্রতিদিবসের মত ঘষামাজামোছা কত, কোন কৰ্ম্ম রহিল না বাকী । ১৮ই চৈত্র, ১৩১২ ৷ Rరి