পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লক্ষ্মীর পরীক্ষা

দামী তৈজস ছিল যা পুরােনাে
চিহ্নও তা'র নেই বুঝি কোনাে?
সেকালের সব জিনিসপত্র
আসাসােটাগুলাে চামরছত্র
চাঁদোয়া কানাৎ, গেছে বুঝি সব?
শাস্ত্রে যে বলে ধন বৈভব
তড়িৎ সমান, মিথ্যে সে নয়!
এখন তাহ'লে কোথা থাকা হয়?
বাড়িটা ত আছে?

কল্যাণী


   ফৌজের দল
প্রাসাদ আমার করেছে দখল।

ক্ষীরাে


ওমা ঠিক এ যে শােনায় কাহিনী,
কাল ছিল রাণী আজ ভিখারিণী।
শাস্ত্রে তাই ত বলে সব মায়া,
ধনজন তালবৃক্ষের ছায়া।
কি বল মালতী?

মালতী


   তাই ত বটেই
বেশি বাড় হ'লে পতন ঘটেই।

২৯৯