পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নরক-বাস

করিব দারুণ হােম, সুদীর্ঘ যজন
বিরাট নরক-হুতাশনে। ভগবন্
যতকাল ঋত্বিকের আছে পাপভােগ
ততকাল তা'র সাথে কর মােরে যােগ-
নরকের সহবাসে দাও অনুমতি।

ধর্ম্ম


মহান্ গৌরবে হেথা রহ মহীপতি।
ভালের তিলক হােক্ দুঃসহ দহন,
নরকাগ্নি হােক তব স্বর্গ-সিংহাসন।

প্রেতগণ


জয় জয় মহারাজ, পুণ্যফলত্যাগী!
নিস্পাপ নরকবাসী! হে মহা বৈরাগী!
পাপীর অন্তরে কর গৌরব সঞ্চার
তব সহবাসে। কর নরক উদ্ধার।
বস’ আসি দীর্ঘ যুগ মহা শত্রু সনে
প্রিয়তম মিত্রসম এক দুঃশাসনে।
অতি উচ্চ বেদনার আগ্নেয় চূড়ায়
জ্বলন্ত মেঘের সাথে দীপ্ত সূর্য্যপ্রায়
দেখা যাবে তােমাদের যুগল মূরতি
নিত্যকাল উদ্ভাসিত অনির্ব্বাণ জ্যোতি।

৭ই অগ্রহায়ণ, ১৩০৪।

২১৯