পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/৩৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

অভিসার

(বােধিসত্ত্বাবদান-কল্পলতা)

 সন্ন্যাসী উপগুপ্ত
মথুরাপুরীর প্রাচীরের তলে
 একদা ছিলেন সুপ্ত;—
নগরীর দীপ নিবেছে পবনে,
দুয়ার রুদ্ধ পৌর ভবনে,
নিশীথের তারা শ্রাবণ-গগনে
 ঘন মেঘে অবলুপ্ত।
কাহার নূপুরশিঞ্জিত পদ
 সহসা লাগিল বক্ষে।
সন্ন্যাসীবর চমকি জাগিল,
স্বপ্নজড়িমা পলকে ভাগিল,
রূঢ় দীপের আলোেক লাগিল
 ক্ষমা-সুন্দর চক্ষে।
নগরীর নটী চলে অভিসারে
 যৌবনমদে মত্তা।
অঙ্গে আঁচল সুনীল বরণ,
রুনুঝুনু রবে বাজে আভরণ;

৩৪২