পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মালিনী

তােমার বিচার এবে। বল মাের কাছে
এ কাজ করেছ কেন?

সুপ্রিয়


    বন্ধু এক আছে
শ্রেষ্ঠতম, সে আমার আত্মার নিশ্বাস,
সব ছেড়ে রাখিয়াছি তাহারি বিশ্বাস,
প্রাণসখে, ধর্ম্ম সে আমার।

ক্ষেমঙ্কর


    জানি জানি
ধর্ম্ম কে তােমার। ওই স্তব্ধ মুখখানি
অন্তর্জ্যোতির্ম্ময়, মূর্ত্তিমতী দৈববাণী
রাজকন্যারূপে, চতুর্ব্বেদ হ'তে সখে
কেড়ে ল’য়ে পিতৃধর্ম্ম ওই নেত্রালোকে
দিয়েছ আহুতি তুমি। ধর্ম্ম ওই তব।
ওই প্রিয়মুখে তুমি রচিয়াছ নব
ধর্ম্মশাস্ত্র আজি।—

সুপ্রিয়


   সত্য বুঝিয়াছ সখে।
মাের ধর্ম্ম অবতীর্ণ দীন মর্ত্ত্যলােকে
ওই নারীমূর্ত্তি ধরি'। শাস্ত্র এতদিন
মাের কাছে ছিল অন্ধ জীবন-বিহীন;

১২৬