পাতা:কাব্যগ্রন্থ (পঞ্চম খণ্ড).pdf/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নাট্য-কবিতা

সতীত্ব হয়েছে জয়ী। পূর্ণ ভক্তিভরে
করেছি পতির পূজা; হয়েছি যবনী
পবিত্র অন্তরে; নহি পতিতা রমণী,—
পরিতাপে অপমানে অবনতশিরে
মাের পতিধর্ম্ম হ’তে নাহি যাব ফিরে
ধর্ম্মান্তরে অপরাধীসম।—এ কি, এ কি!
নিশীথের উল্কাসম এ কাহারে দেখি
ছুটে আসে মুক্তকেশে!

( রমাবাইয়ের প্রবেশ)


     জননী আমার!
কখনাে যে দেখা হবে এ জনমে আর
হেন ভাবি নাই মনে। মাগাে, মা জননি
দেহ তব পদধূলি।

রমাবাই


    ছুঁসনে যবনী
পাতকিনী!

অমাবাই


  কোনাে পাপ নাই মাের দেহে,—
নির্ম্মল তােমারি মত।

১৯৬