পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ঠাকুর্দা । বাইরে থেকে দেখাচ্চে যেন বড় ভালমানুষ । ওর শাদ চাদরটা খুলে দেখতিস যদি তাহ’লে ওর বিদ্যে ধরা পড়ত । চুপি চুপি ও যে আজ কত র ছড়িয়েছে এখানে দাড়িয়ে সব দেখেছি । অথচ ও নিজে কি এমনি শাদাই থেকে যাবে ? গান আহ, তোমার সঙ্গে প্রাণের খেলা প্রিয় আমার ওগো প্রিয় ! বড় উতলা আজ পরাণ আমার খেলাতে হার মানবে কি ও ? কেবল তুমিই কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে? তুমি সাধ করে নাথ ধরা দিয়ে আমারে রং বক্ষে নিয়ো— હાટે হৃৎকমলের রাঙা রেণু রাঙাবে ঐ উত্তরীয় ।

  • ( প্রস্থান )

( স্ত্রীলোকদের প্রবেশ ) প্রথম । ওমা, ওমা, যেখানে দেখে গিয়েছিলুম সেইখনেই দাড়িয়ে আছে গো ! দ্বিতীয়া । আমাদের বসন্ত পূর্ণিমার চাদ, এত রাত হ’ল তবু একটুও পশ্চিমের দিকে হেলল না ! سلام \