পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তোমাকে তাঁচলে বেঁধে রাখে বটে । পাড়ার যেখানে যাই সেখানেই তুমি, ঘরে থাক কখন ? ঠাকুৰ্দ্দা। ওরে তোদের ঠাককণদিদির আঁচল লম্বা আছে । পাড়ার যেখানে যাহ ,স তাচল ছাড়িয়ে যাবার জো নেই ! তা কবি কি বলচেন শুনি । গান যেখানে রূপের প্রভা নয়নলোভী সেখানে তোমার মতন ভোলা কে ! ( ঠাকুরদাদা ) যেখানে রসিক সভা পরম শোভা সেখানে এমন রসের ঝোলা কে ! ( ঠাকুবদাদা ) ঠাকুদ্দা । আরে চুপ্‌ চুপ্‌ ! এমন সন্তের দিনে তোরা এ কি গান ধরলি রে ? প্রথম । কেন ধরলুম জন না ? গান যেখানে গলাগলি কোলাকুলি তোমারি বেচাকেন সেই হাটে, পড়ে না পদধূলি পথ ভূলি যেখানে ঝগড়া করে ঝগৃড়াটে, যেখানে ভোলাভূলি খোলাখুলি সেখানে তোমার মতন খোলা কে— ঠাকুরদাদা ! २b~