পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা অকিঞ্চনের দল । ঠাকুদা, তোমাকে খুজে আজ আমাদের দেরি হ’য়ে গেল । ঠাকুর্দা । আজ আমি দ্বারে, আজ আমাকে অন্য জায়গায় খুজিলে মিলবে কেন ? প্রথম । তুমি যে আমাদের উৎসবের সূত্রধর । ঠাকুর্দা । তাই ত আমি দ্বারে । দ্বিতীয় । আজ তুমি বুঝি এই কুম্ভ স্তধন মুষল তোষল এদের নিয়েই আছ ? দেশ বিদেশের কত রাজা এল তাদের সঙ্গে পরিচয় করে” নেবে না । ঠাকুদ্দা । ভাই, এর সব সরল লোক—চুপ করে কেবল এদের পাশে দাড়িয়ে থাকলে ও এরা ভাবে এদের যেন কত সেব করলুম, আর যারা মস্ত লোক তাদের কাছে মুণ্ডটা ও যদি খসিয়ে দেওয়া যায় তা'র মনে করে লোকটা বাজে জিনিষ দিয়ে ঠকিয়ে গেল । প্রথম । এখন চল দ।দ । ঠাকুৰ্দ্দা। না ভাই, আজ আমার এইখানে দাড়িয়ে দাড়িয়েই চলা । সকলের চলাচলেই আমার মন ছুটচে। তবে আর কি, এইবারে শুরু করা যাক ! সকলের গান মোদের কিছু নাই রে নাই, আমরা ঘরে বাইরে গাই তাইরে নাইরে নাইরে না । (2 e