পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সৌভাগ্য বহন করে এনেছ তা’র কাছে পরাভব স্বীকার করে মহারাজের কণ্ঠেব মালা তোমার তাতে আত্মসমপণ করচে । সুদৰ্শন । কাঞ্চীর রাজাকে বুঝিয়ে দিতে হ’ল ? আজকের পূর্ণিমার উৎসব আমার অপমান একেবারে উদমাটিত করে দিলে । তা হোক, যা তুই যা, আমি একটু একলা থাকতে চাই । ( রোহিণীর প্রস্তান ) আজ এমন করে আমার দর্প চূণ হয়েছে তবু সেই মোহন রূপের কাছ থেকে মন ফেরতে পরিচি নে ' অভিমান আর রইল না। পরাভব, সরবত্রই পরাভব ! বিমুখ হ’য়ে থাকুব সে শক্তিটুকু ও নেই । কেবল ইচ্ছে করচে ঐ মাল{ট রোহিণীর কাছ থেকে চেয়ে নিই । কিন্তু ও কি মনে করপে । রেঙ্গিণী । রোহিণী ( প্রবেশ করিয়া ) কি মহারাণী ! সুদৰ্শন । আজকের প্যাপারে তুই কি পুরস্কার পাবার যোগ্য ? রোহিণী ; তোমার কাছে না হোক যিনি দিয়েছেন তার কাছে থেকে পেতে পারি । সুদৰ্শন । না, না, ওকে 'দেওয়া বলে না ও জোর করে? নেওয়া | W38