পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অচলায়তন আচার্য্য । অতএব সেটা সত্বর বলা উচিত । উপাচার্য্য । উপাধ্যায়, কথাটা বলে’ ফেল । এদিকে প্রতিকারের সময় উত্তীর্ণ হ’য়ে যাচ্চে । তামাদের গ্রহচার্স্য বলচেন আজ তিন প্রহর সাড়ে তিন দণ্ডের মধ্যে দ্ব্যত্মিক চরাংশলগ্নে যা কিছু করবার সময়--সেট। অতিক্রম করলেই গো-পরিক্রমণ তারিস্তু হবে, তখন প্রায়শ্চিত্তের কেবল এক পাদ হবে বিপ্ৰ, অৰ্দ্ধ পাদ বৈশ্য, বাকি সমস্তটাই শূদ্র । উপাধ্যায় । তাচাৰ্য্যদেব, সুভদ্র আমাদের তা যতনের উ দিকের জানল খুলে বাইরে দৃষ্টিপাত করেচে। অচান | উত্তরদিকটা ত এক জটা দেবীর । উপাধ্যায়। সেই ত ভাবন । আমাদের আয়তনের মন্ত্ৰপূত রুদ্ধ বাতাসকে সেখানকার হা ওরা কতটা দুর পর্য্যন্ত তা ক্রমণ করেচে বলা ত যায় ন! । উপাচার্য্য। এখন কথা হচ্চে এ পাপের প্রায়শ্চিত্ত কি ? আচাৰ্য্য । আমার ত স্মরণ হয় না । উপাধ্যায় বোধ করি— উপাধ্যায়। না, আমিও ত মনে আনতে পারিনে। আজ তিনশো বছর এ প্রায়শ্চিত্তটার প্রয়োজন হয়নি— সবাই ভুলেই গেছে । ঐ যে মহাপঞ্চক আসচে— যদি কারো জানা থাকে ত সে ওর । で5 র ➢ ዓæ