পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৪৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>W。 তোমার মোহন রূপে কে রয় ভুলে ? জানি না কি মরণ নাচে নাচে গো ঐ চরণ-মূলে ? শরৎ-আলোর আঁচল টুটে কিসের ঝলক নেচে উঠে, ঝড় এনেচ এলোচুলে। মোহন রূপে কে রয় ভুলে ? কাপন ধরে বাতাসেতে, পাকা ধানের তরাস লাগে শিউরে ওঠে ভরা ক্ষেতে । জানি গো আজ হাহারবে তোমার পূজা সারা হবে নিখিল-অশ্ৰুসাগর-কূলে । মোহন রূপে কে রয় ভুলে ? 8Ꮼ☾