পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৬২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবীণের পরাভব S. বসন্তের হাসির গান ওর ভাব দেখে যে পায় হাসি । হায় হায় রে ! মরণ আয়োজনের মাঝে বসে আছেন কিসের কাজে প্রবীণ প্রাচীন প্রবাসী ! হায় হায় রে! এবার দেশে যাবার দিনে আপনাকে ও নিক্‌ না চিনে, সবাই মিলে সাজাও ওকে নবীন রূপের সন্ন্যাসী ! হায় হায় রে । এবার ওকে মজিয়ে দেরে হিসাব ভুলের বিষম ফেরে! কেড়েনে ওর থলি থালি, আহ্ম রে নিয়ে ফুলের ডালি, গোপন প্রাণের পাগুলাকে ওর বাইরে দে আজ প্রকাশি। হায় হায় রে । 8 م ون ،