পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৭১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাকা শূন্ত পিপাসায় গড়া এ পেয়ালাখানি ধূলায় ফেলিয়া টানি’,— সারা রাত্রি পথ-চাওয়া কম্পিত আলোর প্রতীক্ষার দীপ মোর নিমেষে নিবায়ে নিশীথের বায়ে, আমার কণ্ঠের মালা তোমার গলায় পরে’ লবে মোরে লবে মোরে তোমার দানের স্ত,প ত’তে তব রিক্ত আকাশের অন্তহীন নিৰ্ম্মল আলোতে । ১৩ই পৌষ, ১৩২১ শান্তিনিকেতন ।