পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৫৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कांग्लनी আর একটা কাজ ছিল—শ্রুতিভূষণকে কাঞ্চনপুরের সেই বৃহৎ জনপদটা— ও হে, সেই জনপদটার দানপত্র তৈরি হয়েচে বুঝি ? সেটা কিন্তু আমাদের এই কবিশেখরকে— সে কি কথা মহারাজ ! আমার পুরস্কার ত জনপদ নয়— আমরা জন-পদের সেবা ত কখনো করিনি—তাই ঐ পদপ্রাপ্তিটা আশাও করিনে । আচ্ছ, তবে ওটা শ্রুতিভূষণের জন্যেই থাক । আর, মহারাজ, দুর্ভিক্ষপীড়িত প্রজাদের বিদায় করবার জন্যে সৈন্যদলকে আহবান করেচি । মন্ত্রী, আজ দেখ চি পদে পদে তোমার বুদ্ধির বিভ্রাট ঘট্‌চে। দুর্ভিক্ষকাতর প্রজাদের বিদায় করবার ভালো উপায় অন্ন দিয়ে, সৈন্য দিয়ে নয়। মহারাজ ! কি প্রতিহারী ! বৈরাগ্যবারিধি নিয়ে শ্রুতিভূষণ এসেচেন । সৰ্ব্বনাশ করলে ! ফেরাও তা’কে ফেরাও ! মন্ত্রী, দেখো হঠাৎ যেন শ্রুতিভূষণ না এসে পড়ে! আমার দুর্বল মন, হয়ত সামলাতে পারব না, হয়ত অন্যমনস্ক হ’য়ে বৈরাগ্যবারিধির ডুব-জলে গিয়ে পড়ব । ওহে কবিশেখর, আমাকে কিছু মাত্র সময় দিয়ে না—প্রাণটাকে জাগিয়ে রাখ–একটা যা-হয়-কিছু কর—যেমন এই ○や8