পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৬৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ੋਡ਼ਫਜੋੜੋ। سهمیه) جاحساس س > ওরে নবীন, ওরে আমার কাচা ! ওরে সবুজ, ওরে অবুঝ, আধ-মর্যদের ঘা মেরে তুই বঁচা ! রক্ত তালোর মদে মাতাল ভোরে অাজকে যে যা বলে বলুক তোরে । সকল তর্ক হেলায় তুচ্ছ করে’ পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচ । অায় তুরন্ত, আয়রে আমার র্কাচ । খাচীখানা দুলচে মৃদু হাওয়ায় । আর ত কিছুই নড়ে না রে ওদের ঘরে, ওদের ঘরের দাওয়ায় \\28NS)