পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৪৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》e সন্ধ্যা হ’ল গো— ওমা, সন্ধ্যা হ’ল বুকে ধর । অতল কালে স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ কর । ফিরিয়ে নে, মা, ফিরিয়ে নে গো, সব যে কোথায় হারিয়েচে গো, ছড়ানো এই জীবন, তোমার আঁধারমাঝে হোক না জড় ॥ আর আমারে বাইরে তোমার কোথাও যেন না যায় দেখা । তোমার রাতে মিলাক আমার জীবন-সাজের রশ্মিরেখা । আমায় ঘিরি আমায় চুমি’ কেবল তুমি, কেবল তুমি ! আমার বলে’ যা আছে, মা, তোমার করে সকল হর’ ॥ ৬ই জ্যৈষ্ঠ, ১৩২১ রামগড় 8e Գ