পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৬১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিয়ে পক পাতার পুজি পালাবে শীত ভার্চ বুঝি ? ও সব কেড়ে নেব, উড়িয়ে দেব দখিন হাওয়ার পর । তোমায় বাধূব নুতন ফুলের মালায় বসন্তের এই বন্দীশালায় । জীর্ণ জরার ছদ্মরূপে এড়িয়ে যাবে চুপে চুপে ? তোমার সকল ভূষণ ঢাকা আছে নাই যে অগোচর গো । 8 উদভ্ৰান্ত শীতের গান ছাড় গো আমায় ছাড় গো— অামি চলব সাগর পার গো ! রঙের খেলার, ভাই রে, আমার সময় হাতে নাই রে । তোমাদের ঐ সবুজ ফাগে চক্ষে আমার ধাদা লাগে, আমায় তোদের প্রাণের দাগে দাগিসনে ভাই আর গে। ! (tRe