পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৫৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফাঙ্কনী ঐ হতভাগ্যদের প্রতি এই হতভাগ্যের উপদেশ এই যে, কাল-ধীবরের জাল ছিন্ন করবার জন্যে ছট্‌ফট্‌ করা বৃথা, আজই হোক কালই হোক সে টেনে তুলবেই। অতএব— অতএব শ্রতিভূষণকে প্রয়োজন এবং তার বৈরাগ্যবারিধি পুথি । প্রজারা তাহ’লে দুর্ভিক্ষ— দেখ মন্ত্রী, ভিক্ষা ত অন্নের নয়, ভিক্ষা আয়ুর । সেই ভিক্ষায় জগৎ জুড়ে দুভিক্ষ—কি রাজার কি প্রজার— কে কা’কে রক্ষা করবে ? অতএব— অতএব শ্মশানেশ্বর শিব যেখানে ডমরুধবনি করচেন সেইখানেই সকলের সব প্রার্থনা ছাইচাপা পড়বে— তবে কেন মিছে গলা ভাঙা ! এই যে শ্রুতিভূষণ, প্রণাম । শুভমস্ত ! শ্ৰুতিভূষণ মশায়, মহারাজকে একটু বুঝিয়ে বলবেন যে অবসাদ-গ্ৰস্ত নিরুৎসাহকে লক্ষনী পরিহার করেন । শ্ৰুতিভূষণ, মন্ত্রী আপনাকে কি বলচেন ? উনি বলচেন লক্ষীর স্বভাব সম্বন্ধে মহারাজকে কিছু উপদেশ দিতে । আপনার উপদেশ কি ? (? (t X