পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৭৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাক কত নব নব অবগুণ্ঠনের তলে দেখিয়াছ কত ছলে চুপে চুপে এক প্রেয়সার মুখ কত রূপে রূপে জন্মে জন্মে, নামহারা নক্ষত্রের গোধূলি-লগনে। তাই আজি নিখিল গগনে অনাদি মিলন তব অনন্ত বিরহ এক পূর্ণ বেদনায় ঝঙ্কারি’ উঠিছে অহরহ তাই যা দেখিছ তারে ঘিরেচে নিবিড় যাহা দেখিছ না তারি ভিড় । তাই আজি দক্ষিণ পবনে ফাঙ্কনের ফুলগন্ধে ভরিয়া উঠিছে বনে বনে ব্যাপ্ত ব্যাকুলতা, বহুশত জনমের চোখে-চোখে কানে-কানে কথা । ৭ই ফাল্গুন ১৩২২ শিলাইদা 어8《: 9–94