পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুবর্ণ। মহারাজের কথাটা স্পষ্ট বুঝতে পারচিনে । কাঞ্চ । সেখানে তোমাকে আমার ছত্রধর হ’য়ে বসতে হবে । সুবৰ্ণ । কিঙ্কর প্রস্তুত আছে কিন্তু তা’তে মহারাজের উপকারটা কি হবে ! কাঞ্চী । ওহে সুবর্ণ, দেখতে পাচ্চি তোমার বুদ্ধিটা কম বলেই অহঙ্কারটা ও কম । রাণী স্তদশনা তোমাকে কি চক্ষে দেখেছেন সেটা এখনো তোমার ধারণার মধ্যে প্রবেশ করেনি দেখ চি ৷ ঘাই হোক তিনি ত রাজসভায় ছত্রধরের গলায় মালা দিতে পারবেন না অথচ অধিক পুরে যেতে ও মন সরবে না অতএব যেমন করেই হোক এ মল: আমারই রাজছত্রের চায়য এসে পড়বে। স্তরণ । মহারাজ, আমার সম্বন্ধে এই যে সব তামূলক কল্পন করচেন ৫ তা ত ভয়ানক কল্পন দোতাই আপনার, আমাকে এই মিথ বিপত্তি-জালের মধ্যে জডাবেন না—আমাকে মুক্তি দিন । কাঞ্চী । কাজটি শেষ হ’য়ে গেলেই তোমাকে মুক্তি দিতে এক মুহূৰ্ত্ত ও বিলম্ব করব না। উদ্দেশ্যসিদ্ধি হ'য়ে গেলেই উপায়টাকে কেট অর চিরস্মরণীয় করে? রাখে না । >> X