পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৫২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

이 이 সন্ধ্যা হ’ল, একলা আছি বলে’ এই যে চোখে অশ্র পড়ে গলে’ । ওগো বন্ধু, বল দেখি শুধু কেবল আমার এ কি ? এর সাথে যে তোমার আশ্রষ্ট দোলে থাক না তোমার লক্ষ গ্রহ তারা, তাদের মাঝে আছ আমায়-হারা । সইবে না সে, সইবে না সে, টানতে আমায় হবে পাশে, একলা তুমি, আমি একলা হ’লে ৷ ১৯ আশ্বিন সন্ধ্যা শাস্তিনিকেতন Φί ο 8