পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৬৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফাঙ্কনী চন্দ্রহাস । ধরেচি তা’কে ধরেচি । কই তা’কে ত দেখচি নে । চন্দ্রহাস । সে আসচে—এখনি আসচে । কি তুমি দেখলে আমাকে বল ভাই। চন্দ্রহাস । সে ত আমি বলতে পারব না । কেন ? চন্দ্রহাস । সে ত আমি চোখ-দিয়ে দেখিনি। তবে ? চন্দ্রহাস। আমার সব-দিয়ে দেখেছিলুম। তা হোক না, বল না ভাই । চন্দ্রহাস । আমার সমস্ত দেহ মন যদি কণ্ঠ হ’ত বলতে পারত । কা’কে তুমি ধরেচ তাও কি বুঝতে পারলে না ? জগতের সেই বিরাট বুড়োটাকে ? যে বুড়োটা অগস্ত্যের মত পৃথিবীর যৌবনসমুদ্র শুষে খেতে যায় ? সেই যে ভয়ঙ্কর ? যে অন্ধকারের মত ? যার বুকে চোখ ? যার পা উল্টো দিকে ? যে পিছনে হেঁটে চলে ? নরমুণ্ড যার গলায় ? শ্মশানে যার বাস ? চন্দ্রহাস । আমি ত বলতে পারিনে। সে আস্চে এখনি তা’কে দেখতে পাব। \ురిపి