পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা শুরঙ্গম । না, এ আমার রাজ লয় । সুদৰ্শন। না বে কি ! তুমি ত সব জান ৷ ভাবি কঠিন তোমার রাজ ! কিছুতেই টলেন না ! দেখি কেমন নী টলেন । আমি জান তুম সে ছুটে আসবে । কিন্তু মনে রাখিস স্তরঙ্গম, আমি ত’কে একদিনের জন্যেও ডাকি নি । আমার কাছে তোমার রাজা কেমন করে হরি মানে এবার দেখে নিয়ে । সুরঙ্গম, যা একবার বেরিয়ে গিয়ে দেখে অয়গো ! ( সুরঙ্গমার প্রস্তান ) রাজা এসে আমাকে ডকুলেই বুঝি যাব ? কখনে। না ! আমি যাব না ! যাব না ! ( স্থরঙ্গমার প্রবেশ ) স্তরঙ্গম। । মী, এ আমার রাজা নয় । স্বদর্শন । নয় ? তুই সত্যি বলচিস খনে তামাকে নিতে এল না ? স্তরঙ্গম । না, আমার রাজ এমন করে ধলে উড়িয়ে আসে না । সে কখন আসে কেউ টেরই পায় না । সুদৰ্শন । এ বুঝি তবে— সুরঙ্গম । কাঞ্চরিজের সঙ্গে সেই আসচে । সুদৰ্শন । তার নাম কি জানিস ? সুরঙ্গমা । তার নাম হুবর্ণ। সুদৰ্শন । তবে ত সে আস্চে। ভেবেছিলুম আবর্জনার মত S9 9–-13