পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S 8 বাতায়ন সুদৰ্শন ও সুরঙ্গম 장 দশন । তাহ’লে স্বয়ম্বর সভায় আমাকে যেতেই হবে ? নইলে পিতার প্রাণরক্ষ হবে না ? সুরঙ্গমা । কাঞ্চারাজ ত এই রকম বলেছেন । সুদৰ্শন । এই কি রাজার উচিত কথা ? তিনি কি নিজের মুখে বলেছেন ? সুরঙ্গমা। না, তার দূত স্বর্ণ এসে জানিয়ে গেছে । সুদৰ্শন| ধিক, ধিক্ আমাকে ! সুরঙ্গমা। সেই সঙ্গে কতকগুলি শুকনো ফুল দিয়ে আমাকে বল্লে, তোমার রাণীকে বোলে বসন্তউৎসবের এই স্মৃতিচিহ্ন বাইরে যত মলিন হয়ে আসচে অন্তরে ততই নবীন হ’য়ে বিকশিত হচ্চে । সুদৰ্শন। চুপ কর চুপ কর, আমাকে আর দগ্ধ করিস্নে । সুরঙ্গমা। ঐ দেখ, সভায় রাজারা সব বসেছেন। ঐ র্যার গায়ে কোনো আভরণ নেই কেবল মুকুটে একটি >>こ