পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৬৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফাঙ্কনী বাউল। সে বল্পে, আমি পথ চেয়ে চুপ করে’ বসে’ থাকতে পারব না। আমি এগিয়ে গিয়ে ধরব । আমি জয় করে আনব । কিন্তু গেল কোন দিকে ? বাউল। সেই গুহার মধ্যে চলে’ গেচে । সে কি কথা ? সে যে ঘোর অন্ধকার ! কোনো খবর না নিয়েই একেবারে— ৰাউল । সে নিজেই খবর নিতে গেচে । ফিরবে কখন ? তুইও যেমন ? সে কি আর ফিরবে ? কিন্তু চন্দ্রহাস গেলে আমাদের জীবনের রইল কি ? আমাদের সর্দারের কাছে কি জবাব দেব ? এবার সর্দারও আমাদের ছাড়বে। যাবার সময় আমাদের কি বলে’ গেল সে ? বাউল। বল্লে, আমার জন্যে অপেক্ষ কোরো, আমি আবার ফিরে আসব। ফিরে আসবে ? কেমন করে জানব ? বাউল । সে ত বল্লে, আমি জয়ী হ’য়ে ফিরে আসব। তাহলে আমরা সমস্ত রাত অপেক্ষা করে থাকব । বাউল, কোথায় আমাদের অপেক্ষা করতে হবে ? বাউল। এই যে গুহার ভিতর থেকে নদীর জল বেরিয়ে আসচে এরি মুখের কাছে। i \。ミや