পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৫৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কান্তনী কিন্তু মরবই যে, কবিশেখর, আজ হোক আর কাল হোক । কে বল্লে মহারাজ, মিথ্যা কথা ! যখন দেখ চি বেঁচে আছি, তখন জান্‌চি যে বাচুবই ;—যে আপনার সেই বঁাচাটাকে সব দিক থেকে যাচাই করে দেখলে না সেই বলে মরব—সেই বলে “নলিনীদলগত জলমতি তরলং তদ্বৎজীবনমতিশয় চপলং ” কি বল হে, কবি, জীবন চপল নয় ? চপল বই কি, কিন্তু অনিত্য নয়। চপল জীবনটা চিরদিন চপলতা করতে-করতেই চলবে । মহারাজ, আজ তুমি তা’র চপলতা বন্ধ করে মরবার পালা অভিনয় আরম্ভ করতে বসেচ ? ঠিক বলচ কবি ? আমরা বাচুবই ? বাচুবই ! যদি বাচুবই তবে বাচার মত করেই বাছতে হবে— কি বল । হা মহারাজ ! প্রতিহারী ! কি মহারাজ ! ডাক, ডাক, মন্ত্রীকে এখনি ডাক । কি মহারাজ । মন্ত্রী, আমাকে এতক্ষণ বসিয়ে রেখেচ কেন ? (t\ంచి