পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অচলায়তন বিকৃত করে ভয় দেখাচ্চে পাপ তাদেরই। এস পঞ্চক | ( সুভদ্রকে কোলে লইয়া পঞ্চকের সঙ্গে প্রস্থান ) উপাধ্যায়। এ কি হ’ল উপাচার্যা মশায় ? মহাপঞ্চক । আমরা অশুচি হ’য়ে রইলুম, আমাদের যাগ যজ্ঞ ব্রত উপবাস সমস্তই প ও ত’তে থাকল, এ ত সহ্য করা শক্ত । উপাধ্যায় । এ সহ্য করা চলবেষ্ট না । আচাম কি শেষে আমাদের মেচেছর সঙ্গে সমান করে দিতে চান ? মহাপঞ্চক । উনি আজ সুভদ্রকে বাচাতে গিয়ে সনাতন ধৰ্ম্মকে বিনাশ করবেন । এ কি রকম বুদ্ধি-বিকার ও'র ঘটল ? এ অবস্থায় ও কে অচিনা বলে গণ্য করাই চলবে না । উপাচার্য্য । সে কি হয় ? যিনি একবার আচাম হয়েচেন, র্তাকে কি তামাদের ইচ্ছামত— মহাপঞ্চক উপাচাৰ্য্য মশায়, আপনাকে ও আমাদের সঙ্গে যোগ দিতে হবে । উপাচার্য্য। নূতন কিছুতে যোগ দেবার বয়স আমার নয় । উপাধ্যায় । আজ বিপদের সময় বয়স-বিচার ! উপাচার্য্য। ধৰ্ম্মকে বাচাবার জন্যে যা করবার কর । আমাকে দাড়াতে হবে আচাৰ্য্যদেবের পাশে । আমরা >bアミ