পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

אeפ\אין ויס}e\ পঞ্চক । এতক্ষণে ওরা তা’কে মহাতামসে বসিয়েচে—আর সকলে মিলে খুব দূরে থেকে বাহবা দিয়ে বল চে সুভদ্র দেবশিশু । আর কিছু না, আমি যদি রাজা হতুম তা হ’লে ওদের সবাইকে কানে ধরে দেবতা করে দিতুম—কিছুতে ছাডতুম না । আচাৰ্য্য । ওরা ওদের দেবতাকে কঁদোচ্চে পঞ্চক । সেই দেবতারই কান্নায় এ রাজ্যের সকল আকাশ আকুল হ’য়ে উঠেচে । তবু ওদের পাষাণের বেড়া এখনো শতধা বিদীর্ণ হ’য়ে গেল না । পঞ্চক। প্রভু, আমরা তাকে সকলে মিলে কত কাদালুম তবু তাড়াতে পারলুম না । তাকে যে ঘরে বসালুম সে ঘরের আলো সব নিবিয়ে দিলুম—তাকে আর দেখতে পাইনে—তবু তিনি সেখানে বসে আছেন । গান সকল জনম ভোরে ও মোর দরদিয়া— কাদি কাদাই তোরে ও মোর দরদিয়া ! আছ হৃদয় মাঝে, সেখা কতই ব্যথা বাজে ওগো এ কি তোমায় সাজে ও মোর দরদিয়া । ఫిలి8