পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অচলায়তন বিশ্বের সকল মাত্রীর সঙ্গে দাড় করিয়ে দেবার জন্যেই আমি আজি এসেচি । আচাম । ধন্য করেচ !—কিন্তু এতদিন আসনি কেন প্রভু ? আমাদের আয়তনের পাশেই এই দর্ভকপাড়ায় তুমি আনাগোনা করচ, আর কত বৎসর হয়ে গেল আমাদের আর দেখা দিলে না ? দাদাঠাকুর । এদের দেখ দেওয়ার রাস্ত যে সোজা । তোমাদের সঙ্গে দেখা করা ত সহজ করে’ রাখনি । পঞ্চ ক । ভালোই করেচি. তোমার শক্তি পরীক্ষা করে’ নিয়েচি । তুমি আমাদের পথ সহজ করে দেবে কিন্তু তোমাব পথ সহজ নয় । এখন, আমি ভাবচি ডাকব কি বলে’ দাদাঠাকুর, ন গুরু ? দাদ। ঠাকুর । যে জানতে চায় ন যে আমি ত’কে চালাfচ্চ আমি তা’র দাদাঠাকুর, আর যে আমার আদেশ নিয়ে চলতে চায় আমি তা’র গুরু । পঞ্চক । প্রভু, তুমি তাহলে আমার দুইই ! আমাকে আমিই চলচ্চি, আর তামাকে তুমিই চালাচ্চ এই তুটোই আমি মিশিয়ে জমিতে চাই । আমি শোণপাংশু না, তোমাকে মেনে চলতে ভয় নেই । তোমার মুখের আদেশকেই আনন্দে আমাৰ মনের ইচ্ছ। করে’ তুলতে পারব। এবার তবে তোমার সঙ্গে তোমারি বোঝা মাথায় নিয়ে বেরিয়ে পড়ি ঠাকুর । રે ૭ >